করোনার গ্ৰাসে বিপন্ন পেশা ! ফটোগ্ৰাফার ফল বিক্রি করছে রাস্তার ধারে মালদায়

12th May 2020 মালদা
করোনার গ্ৰাসে বিপন্ন পেশা ! ফটোগ্ৰাফার ফল বিক্রি করছে রাস্তার ধারে মালদায়


দেবাশীষ পাল ( মালদা ) : ফটোগ্রাফির কাজ হারিয়ে ফল বিক্রি করে সংসার চালাছে এক যুবক। করোনা জেরে দেশ জুরে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে 
এমনকি চলতি মরশুমে কোনও ধরণের সামাজিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও নেই। যেমন বিবাহ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজের ফটোগ্রাফী ও ভিডিও গ্রাফীর কাজ বন্ধ। তাই নিজের প্রতিভা হারিয়ে ফেলে নিজের লজ্জা হারিয়ে সংসার চালাতে এবার ফলের দোকান করে।  সংসার অভাব মেটাতে মরিয়া চেষ্টা।ফটোগ্রাফী কাজ বন্ধ  প্রায় ৪৮ দিন ধরে কাজকর্ম হারিয়ে ঘরবন্দী হয়ে রয়েছে সকলেই।অনেক ফটোগ্রাফার নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা বলেন আমাদের এই অনুষ্ঠানে জন্য কয় একটা মাস পাই এই  ফটোগ্রাফীর কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়।বিবাহ অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কাজ বন্ধ সংসার চালানো এখন বরদায় হয়ে গিয়েছে। অনেকে লজ্জা হারিয়ে পেটের দায়েই পেশা বদল করে অন্য কাজ করছে আবার অনেকে লজ্জা জন্য অন্য কাজ করতে পারছে না।এই রকমে মালদা জেলাতে অনেক ফটোগ্রাফার এবং অনেক স্টুডিও রয়েছে “খুব খারাপ অবস্থা। বাজারে  দোকান বন্ধ।বাধ্য হয়ে একজন ফটোগ্রাফার সংসার বাঁচাতে ফলের  দোকান শুরু করেন।” মালদার হবিবপুর ব্লকের আইহো বাসিন্দা রানা হালদার, ও নাম প্রকাশ অনিচ্ছুক ব্যাক্তি বলেন দোকান বন্ধ তাই বাধ্য হয়ে ফল বিক্রি করছি। আমাদের এই ফটোগ্রাফী কাজ করে চলতে হয়। প্রায় ৪৮দিন ধরে কাজ বন্ধ।ঘরে কিছু জমানো টাকা থাকলেও সেটাও প্রায় শেষ এই মূহুর্তে সংসার চালানো বড়ো দায় হয়ে পরেছে।





Others News